গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টার ঘটনায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৮৬ পাতার এ রায় প্রকাশ করেন।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, শেখ হাসিনা মহিলা নেত্রী হওয়ার কারণেই বার বার জঙ্গিদের এমন হত্যা চেষ্টা। তবে যেহেতু দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যদণ্ড কার্যকরের বিধান নেই তাই এসমস্ত জঙ্গিদের ফাঁসিতে ঝু্লিয়ে রায় কার্যকরের কথা বলা হয়েছে।
৮৬ পৃষ্ঠার দীর্ঘ রায়টি শিগগিরই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রায় প্রকাশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে গোপালগঞ্জে শক্তিশালী দুটি বোমা পুঁতে রাখা হয়েছিল। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের হত্যা করতে এটি তারা করেছিল। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে গত ১৭ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট।
মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন ওয়াশিম আখতার ওরফে তারেক হোসেন, মো. রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, মো. ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।