গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টায় বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন প্রতিষ্ঠানটির ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবছার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মেসার্স এবি এন্টারপ্রাইজের অংশীদার ব্যবসায়ী আশীষ ভূট্টাচার্য, জাহেদুল হক সোহেল ও মো.আজাদ।
দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ বলেন, ‘আমার বয়স বর্তমানে ৭৫ বছর। এ বয়সে আমি কি চাঁদা দাবি করতে পারি? গত ২৯ সেপ্টেম্বর আমার উপর হামলা করা হয়েছে। সে হামলাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ‘চাঁদা দাবির বিষয়ে একটি জিডি করেছেন মো. আবছার উদ্দিন নামের এক ব্যক্তি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’