আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে দায়িত্ব পালন করা সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়।
নতুন করে ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
একইভাবে, নয়জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাদে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রনালয়। একইসাথে ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার এ বিষয়ে দু’টি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।