সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতার

0
10

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।বুধবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ। তবে রুহুল আমিন গাজীকে কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।তিনি জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে। দুই মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সন্ধ্যা ৭টায় তিনি হাতিরঝিল থানায় ছিলেন।এছাড়া বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে রুহুল আমিন গাজীর গ্রেফতার নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ভাইকে সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে।