সেলিম চৌধুরী সিএনএন বাংলাদেশ ঃ– চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদন্ড ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ঠোটকাটা মানিক, নেজাম চেয়ারম্যান জাহেদ, রাসেদ, তারেক
,জিল্লুর রহমান, মো: রফিক
, ফারুক আহম্মদ,জসিম উদ্দিন
,বশির আহম্মদ (পলাতক)যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত ৫ জন হলেন
ইদ্রিছ, আইয়ুব,হারুন,মোরশেদ আলম, ইদ্রিছ মিয়া
অভিযোগ প্রমাণিত না হওয়ায়
৪ জন বেকসুর খালাস দিয়েছেন আদালত তারা হলেন তাহের,খায়ের,মোস্তাক
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এই আদেশ দেন
বাদিপক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম বলেন, ১৯৯৯ সালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।
১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার।
মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র জমা দেন। এর পর দীর্ঘ ২০ বছর মামলা শুনানি শেষে অবশেষে আজ মামলা রায় ঘোষণা করা হয়।