অবসরপ্রাপ্ত সেনা সদস্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর সম্পদের তথ্য চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে স্ত্রী ও সন্তানের নামে বিদেশে বাড়ি গাড়ি ফ্ল্যাট করা ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। তবে তিনি সময় চেয়ে দুদকের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। p:/দুদকে অভিযোগ এলে নিয়ম অনুযায়ী তা কমিশনে দাখিল করা হলে অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগে আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে তথ্য চাইবে দুদকের তদন্ত দল। এছাড়া প্রাথমিক অনুসন্ধানের অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আমার জানামতে ইনকয়ারি অফিসার ডেকেছিল এবং তার কাছে কিছু তথ্য চেয়েছিলেন এবং তিনিও তথ্য দিয়েছিলেন।’ তিনি জানান, হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে আসা অভিযোগটি দুদক প্রভাবিত না হয়েই কাজ করছে। তদন্ত চলছে নিয়মানুযায়ী। তারই অংশ হিসেবে হাসান সারওয়ার্দীর কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।এরআগে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় সেনা কর্তৃপক্ষ ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে।