সিএমপিতে আট এসি’র রদবদল

0
32

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম: মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আদেশে সহকারী কমিশনার (এসি) সিএমপি কমিশনারের স্টাফ অফিসার মো.মুজাহিদুল ইসলাম কোতোয়ালি জোনের এসি ও ডিবি উত্তরের এসি মো.দেলোয়ার হোসেনকে স্টাফ অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

সদর এসি মুকুল চাকমাকে পাহাড়তলী জোনের এসি ও পাহাড়তলী জোনের এসি মো.আরিফ হোসেনকে ডিবি উত্তর এসি হিসাবে পদায়ন করা হয়েছে।
চকবাজার জোনের এসি মুহাম্মদ রাইসুল ইসলামকে
ডিবি দক্ষিণের এসি, অতিরিক্ত দায়িত্ব (ডিবি-পিআর এন্ড আইসিটি) ও ডিবি দক্ষিণের এসি কামরুল ইসলামকে চকবাজার জোনের এসি হিসাবে পদায়ন করা হয়েছে।

এসি (সংযুক্ত ক্রাইম এন্ড অপারেশন) কাজী মো.তারেক আজিজ বন্দর জোন ও এসি এসি (সরবরাহ)মো.মাহমুদুল হাসান মামুনকে ডবলমুরিং এসি হিসেবে পদায়ন করা হয়েছে।