সিনহা হত্যা: দ্বিতীয় দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ

0
21

কক্সবাজারে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার দ্বিতীয় দফার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)।

মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে মামলার ১৫ আসামিকে হাজির করা হয়। কিছুক্ষণের মধ্যে শুরু হবে পঞ্চমসাক্ষীর সাক্ষ্য গ্রহণ। 

এর আগে গতকাল সাক্ষ্য গ্রহণ শেষ হয় চতুর্থ সাক্ষী কামাল হোসেনের। এছাড়াও প্রথম দফায় সাক্ষ্য নেয়া হয় গত ২৩, ২৪ ও ২৫ আগস্ট। 

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।