সিনহা হত্যা মামলায় ফের সাক্ষ্যগ্রহণ শুরু

0
17

দ্বিতীয় দফায় সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতে হাজির করা হয়েছে আসামি ও সাক্ষিদের। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মামলার ৮৩ জন সাক্ষির মধ্যে আজ ৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে।

এর আগে প্রথম দফায় গত ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্য নেয়া হয়। সেসময় মামলার বাদি শারমিন শাহরিয়া ফেরদৌসি ও সিনহার সঙ্গী সাইদুর রহমান সিফাত সাক্ষ্য দেন।

গত বছরের ৩১ জুলাই টেকনাফের শামলা চেকপোম্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান । এ ঘটনায় তার বোন বাদি হয়ে মামলা করেন।