অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায়, সাক্ষ্য নেয়া শুরু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্যগ্রহণের শুনানি শুরু হয়। এরআগে কক্সবাজার জেলা কারাগার থেকে দায়রা জজ আদালতে আনা হয়, বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে।
টানা তিনদিন এই সাক্ষ্য নেয়া চলবে। যাতে প্রথম দিন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসিসহ ১৫ জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে।
মামলায় মোট সাক্ষী আছেন ৮৩ জন। আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
এর আগে গত ২৬ জুলাই থেকে পরবর্তী তিনদিন সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারিত ছিল। কিন্তু করোনা সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ চলায় তা সম্ভব হয়নি। পরে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
এ ঘটনায় করা হত্যা মামলায় ওই বছরের ১৩ ডিসেম্বর টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।