অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফার, দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে মামলার ১৫ আসামিকে হাজির করা হয়। পরে শুরু হয়, চতুর্থ সাক্ষী মোহাম্মদ কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণ।
গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) তিন নম্বর সাক্ষি মোহাম্মদ আলীর জবানবন্দি নেয়া হয়েছে।
প্রথম দফায় গত ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্য নেয়া হয়।
গত বছর ৩১ জুলাই, টেকনাফের শামলা চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান । এ ঘটনায় তার বোন বাদি হয়ে মামলা করেন।