চীনে উৎপাদিত সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোতি দিলো সৌদি আরব। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।
আরব নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এর ফলে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।
এর আগে সৌদি আররে চারটি টিকার অনুমোদন ছিল। সেগুলো হলো- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।
গত মাসের শেষ দিকে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়, যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া আছে, তারাই কেবল ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। ৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।