সিসিইউতে মির্জা আব্বাস

0
13

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন।

বুধবার সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন।

দিদার বলেন, মঙ্গলবার দিনেরবেলায়ই উনি (মির্জা আব্বাস) বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। শুরুতে স্বাভাবিক মনে হলেও পরে ব্যথা বাড়ায় রাত দুইটার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিসিইউতে রয়েছেন।

চেয়ারপারসনের অপর প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মির্জা আব্বাস চিকিৎসাধীন আছেন।

এদিকে সকালে একটি ফ্লাইটে আফরোজা আব্বাস হাসপাতাল থেকে পূর্বনির্ধারিত কর্মীসভায় যোগ দিতে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান শায়রুলমির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।।