রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও প্রমাণ মিলেছে। সিসি ক্যামেরায় কাঁচি হাতে দেখা গেছে তাকে। যদিও প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করে যড়যন্ত্র তত্ত্ব হাজির করেন তিনি।
সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার পর থেকেই সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনরতদের দাবি, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ নয় বিশ্ববিদ্যালয় থেকে অপসারন চান তারা।
এদিকে ঘটনার দিনের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন লোক কাঁচি হাতে ঘোরাফেরা করছেন। তবে সেখানে ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন কিনা এখনও সুস্পষ্ট নয়। যদিও সবকিছু আমলে নিয়েই তদন্ত করছে কমিটি।
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেয়ার ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা এক মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছে তার রিপোর্ট ৩০ দিনের মধ্যে দাখিলেরও নির্দেশ দেন উচ্চ আদালত।