সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশকিছু স্থানে আগাম কোরবানির ঈদ পালন করেছেন মুসল্লীরা।
মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের নামাজ আদায় করেন শতাধিক পরিবার। জামাতে আলাদা আলাদা ভাবে অংশ নেন নারী-পুরুষরা।
মাদারীপুরের ২০ গ্রামেও আগাম ঈদ পালন করেছে প্রায় ৩০ হাজার মানুষ। করোনার বিধি নিষেধ মেনে এলাকায় তিনটি বড় জামাতসহ মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সৌদির সাথে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামেও আগাম ঈদ উল আযহার পালন করছেন অনেকে। ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে এই আগাম ঈদ পালনে করেন তারা।