স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

0
16

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬৪জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় তাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেয়া হয়। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গেল সোমবার (২৭ ডিসেম্বর) এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সেদিন সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সাবু শপ লিমিটেডের এই আয়োজনে সহায়তা করেছে আইইএলটিএস ৩৬০°।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবু শপের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরসহ দেশের সম্মানিত ব্যক্তিরা।

সবশেষে দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতি শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমি গর্ববোধ করি যে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে পেরেছি। তাদের যে অবদান, ত্যাগ ও দেশের প্রতি দায়বোধ তার সামনে আমাদের এই সম্মাননা খুবই ছোট। এটা কেবল আমাদের একটা তৃপ্তি দিয়েছে। মহান এসব মানুষের সান্নিধ্যে থাকতে পেরে আমরা আনন্দিত।’