হবিগঞ্জের জেলা প্রশাসক করোনা আক্রান্ত

    0
    193

    হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এনিয়ে হবিগঞ্জে জেলা প্রশাসনের মোট পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

    সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, রোববার (৩ মে) প্রাপ্ত প্রতিবেদনে ডিসির করোনা শনাক্ত হয় এবং পরীক্ষার জন্য পুনরায় নমুনা পাঠানো হয়েছে।

    এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সবাই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

    জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হবিগঞ্জে মোট করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৯ জন। অন্যরা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।