হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত অন্তত ১০ জন চিকিৎসাধীন আছেন।সোমবার বিকেল চারটার দিকে উপজেলার সাতাহাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেট গামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী দুটি সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পার্শ্ববর্তী নিচু জমিতে পড়ে যায়। বাসের নীচে চাপা পড়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।