হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে একটি কেন্দ্রে গুলি ও আরেকটি কেন্দ্রে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয় দুটি কেন্দ্রে।
রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দুটি কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান বাচ্চুর সমর্থকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়।
হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জাবেদ।
স্থানীয়রা বিষয়টি জানালেও কোনওে মন্তব্য করতে রাজি হননি হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ঝামেলার খবর শুনেছি। তবে আমরা ঘটনাস্থলে আসার পর কোনও কিছু দেখতে পাইনি।