হাতিয়ায় ডাকাত স্বপন বাহিনীর নির্যাতনে আহত ৭, ৪জনের অবস্থা আশংকাজনক!

0
51

একই পরিবারের ৭ জনকে কুপিয়ে গুরতর আহত করেছে স্বপন ডাকাত বাহীনি। এদের মধ্যে তিনজন নারী এবং চারজন পুরুষ। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে চিকিৎসক।

আজ (২ জানুয়ারি) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমতলীর নতুন বেড়ির সাগরিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাহীনির অস্ত্র-শস্ত্র সহ মহড়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে পাশ্ববর্তী বসবাসকারীদের ছোট ছোট ছেলে-মেয়েরা। এছাড়া পুরো এলাকাজুড়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের আহত সোহরাব উদ্দিন জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর আনশৃঙ্খলা কার্যক্রম ব্যহত হলে গত ৭ অগাষ্ট তাদের খামার থেকে প্রায় ৪০টি ছাগল লুট করে স্বপন বাহীনি। ছাগলগুলো তোতাপুরি সহ বিভিন্ন উন্নত জাতের। একেকটি ছাগলের দাম প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। পরবর্তীতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খামারটি দখলে নেয় বাহীনির সদস্যরা। লুটের পরেও খামারে দশটি ছাগল অবশিষ্ট ছিল। সেখান থেকে কয়েকটি ছাগল জবাই করে খেয়েছে তারা, কয়েকটিকে মেরে ফেলা হয়েছে। তাদের ভয়ে খামারের পাশে ঘেঁষতে পারেনি ভুক্তভোগী খামারী সোহরাব।

এবিষয়ে নৌবাহীনি বরাবর অভিযোগ দেওয়ায় কয়েক দফায় তাদেরকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। সর্বশেষ আজ সকালে তাদের পরিবারের ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করে বাহীনির প্রধান সফিয়ল আলম স্বপন ডাকাত, তানজু প্রঃ ভল্টু ডাকাত, আজমির হোসেন, মোঃ শরীফ, সমীর উদ্দিন ও মোঃ তারেক সহ অন্যান্য সাঙ্গোপাঙ্গরা। তাদের বিরুদ্ধে আদালত ও বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এঘটনায় সোহরাবের স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে ৮ জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলার এজাহার দায়ের করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে থানায় আসার পর তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন, মামলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।