হালদা নদীতে জেলেদের জালে ৫২ কেজি ওজনের ডলফিন হত্যা!

0
189

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড় থেকে ৫২ কেজি ওজনের একটি কাটা ডলফিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর থেকে ৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের এই ডলফিন উদ্ধার করা হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ ড. মনজুরুল কিবরীয়া জানান, উদ্ধার করা ডলফিনের মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা।

ধারণা করা হচ্ছে, জেলেরা জাল ফেলে ডলফিনটি নদী থেকে ধরে ডাঙায় আনে। লোকজন দেখে ফেলায় ডলফিনের চর্বি শরীর থেকে কেটে নিয়ে তারা পালিয়ে যায়।’ 

তিনি বলেন, এর আগে হালদা নদী থেকে ভাসমান অবস্থায় ২৩টি মরা ডলফিন উদ্ধার করা হয়েছে। কোনোটিকে এভাবে কেটে হত্যা করা হয়নি। ডলফিন নদী থেকে ধরে কেটে হত্যা করা এই প্রথম।

‘এই ঘটনা হালদা নদীতে ডলফিন সংরক্ষণের জন্য অশনি সংকেত। আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

কাটা ডলফিনটির তথ্য সংগ্রহের পর আইডিএফ কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সাহায্যে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান হালদা বিশেষজ্ঞ ড. মনজুরুল কিবরীয়া।