হালিশহরে বন্ধুদের সংগঠন “স্মার্ট হার্টস” এর উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

0
158

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অসহায় মানুষের মাঝে “স্মার্টস হার্টস” এর উদ্দ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্থানরত সদস্যদের সমন্বয়ে গঠিত ত্রাণ তহবিলের মাধ্যমে রমজান ফুড প্যাক ২০২০ইং নামের এক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল, ছোলা ও পেঁয়াজ। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনে যোগাযোগ করে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের তালিকা করে এসব উপহার পৌঁছে দেওয়া হয়। প্রথম দফায় ৫০ পরিবারে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় ৬০ পরিবারে। সবার সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণের এ সামাজিক কার্যক্রম চলমান আগামীতেও থাকবে।