সম্রাট,চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর কাজীরহাট বাজার থেকে ১৫৳ কেজি দরে ১.৫ কেজি ফুলকপি=২৩টাকা, ২৭৳ কেজিতে ১কেজি শিম=২৭টাকা, ১৫৳ পোয়া দরে ২৫০গ্রাম ধনিয়াপাতা=১৫টাকা এবং ৩৫৳ কেজি দরে ১কেজি টমেটো =৩৫ টাকা, সর্বমোট ১০০ টাকায় বাজার করলাম।
তাছাড়া পাইকারি বাজারে ১২ টাকা দরে বেগুন কিনতে দেখলাম খুচরা ব্যাবসায়ীদের। এক তরকারি ব্যাবসায়ী তরকারি ব্যাবসা ছেড়ে দেবে বললো-‘তরকারির কোনো দামই নেই,এ ব্যাবসা আর করবো না!’ বলে নিজের ক্ষোভ ঝাড়েন।
গতকাল (৬জানুয়ারী) চট্টগ্রাম নগরীর চান্দগাও থানাধীন মোহরা কাজীরহাট বাজার থেকে ১০০ টাকার তরকারি কেনার সিদ্ধান্ত নিলাম যে, ১০০ টাকায় কতটুকু সবজি পাওয়া যায়? এক ব্যাবসাহীর কাছ থেকে উল্লেখিত মন্তব্য শোনার পরই এমন সিদ্ধান্ত নি।
মানুষ তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এমনটা করে কিন্তু আসল ব্যাপার বুঝতে চেষ্টা করে না-দ্রব্যমূল্যের দাম কমা মানে দেশের টাকার মান বেড়ে যাওয়া- সেটা ভাবার কথা চিন্তায় আনে না। বাংলাদেশ এবং এদেশের জনগণের শত্রুর অভাব নেই, বিভাজন, বিভ্রান্তি ও দাঙ্গা বাধাতে সর্বদা তারা সচেষ্ট আছে। গুজব, বানোয়াট, অসৎ উদ্দেশ্যে তৈরী বক্তব্যের মাধ্যমে তারা শুরু থেকেই লেগে আছে,তার সাথে নির্লজ্জ গোয়েন্দাগিরি। আমি মনেকরি, আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই, নিজের অজ্ঞতাকে কখনোই রাষ্ট্রের বিপদের কারণ হতে দেয়া যাবে না।
‘আগে হয়নি বলে এখনো কারো পক্ষে সম্ভব নয়’-কথাটা কতটুকু যুক্তিযুক্ত? মানুষের চেষ্টায় কতকিছুই তো সম্ভব হয়েছে বর্তমান পৃথিবীতে, যা হওয়ার আগে কেউ কল্পনাও করেনি অথবা করতে গিয়ে অনেকেই ব্যার্থ হয়েছিলো।তারপরও কেউ একজন চেষ্টা করেছে বলেই, আজকের দুনিয়া এতোটা সহজ!সবার আগে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে, নিজেকে বিবেকবান ও মানবিক করার মাধ্যমেই সুশৃঙ্খল-উন্নত দেশ গড়ায় অবদান রাখা যায়।
আজকের সিঙ্গাপুর, মালয়েশিয়া রাষ্ট্রের এক সময় জেলে বৃত্তি ছাড়া আয়ের কোনো উৎসই ছিলোনা, নিজেদের দারিদ্রতার জন্য একটি দেশ থেকে দুটো আলাদা দেশে রুপান্তর করেছিলো, আজ তারা বিশ্বের উন্নত দেশের তালিকায়। আমাদের দেশের জনগণ বহুটাকা খরচ করে তাদের দেশে কাজ করতে যায়।বর্তমানে ২৫ লাখের বেশি মানুষ দেশ দুটোতে কর্মরত আছে। তারা যদি ভাবতো কিছুই হবেনা তাহলে হয়তো এই সিঙ্গাপুর – মালেশিয়ার নামও আমরা জানতাম না।
“শুধুমাত্র একজন সৎ রাষ্ট্রপ্রধানের ইচ্ছেই একটি উন্নত রাষ্ট্র সম্ভব!” তা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ইতিহাসেও প্রমাণিত।আমাদের উচিৎ আশাহত না হয়ে সঠিকভাবে নির্ভুল পরিকল্পনা তৈরি করে সামনে এগিয়ে যাওয়া। দূর্নীতিই আমাদের দেশের একমাত্র বিষফোড়া, সেটাকে ধংশের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে, বাংলাদেশ সত্যিকারের উন্নত দেশ হিসেবে বিশ্ব প্রতিষ্ঠা পাবে।তাতে কোনোরূপ সন্দেহের অবকাশ নেই।