দেশের ১৬টি সরকারি হাসপাতালে এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজি ও ভেন্টিলেটরসহ ২৮টি রোগনির্ণয় যন্ত্র বাক্সবন্দী পড়ে থাকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক। পরে হাইকোর্টের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি।
আরও পড়ুন: বিয়ে করতে যাচ্ছেন সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা
এর আগে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন হাইকোর্ট। একইসাথে স্বাস্থ্য সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতালগুলোর পরিচালকসহ ২১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সব হাসপাতালের এক্স রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও ভেন্টিলেটর বাক্সবন্দী রাখায় কোনোটি নষ্ট হয়ে গেছে; কোনোটি নষ্ট হওয়ার পথে রয়েছে। তবে, হাসপাতালগুলোর কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট লোকবল না থাকায় কাজে লাগানো যায়নি যন্ত্রগুলো। এছাড়া কোথাও কোথাও রয়েছে কারিগরি সহায়তারও অভাব।