আগামী ৩০ জনু থেকে স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে। এরইমধ্যে শেষ হয়েছে সেতুর ৮৭ ভাগ কাজ। সোমবার (২২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈঠকে উপজেলা পরিষদ আইনের সংশোধনীর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সকা লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এ অনুমোদন দেয়।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংশোধনীর নীতিগত অনুমোদনও দেয়া হয় এই বৈঠকে। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিপরিষদ সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
এ সময় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।