২৮ বছরের অপেক্ষার অবসান

0
22

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম বারের মতো কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনার। এই জয়ে ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো কোন শিরোপা স্থান পেল আকাশী-নীলদের ট্রফি ক্যাবিনেটে। আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথম শিরোপার স্বাদ পেলেন লিওনেল মেসি। 

মারাকানায় ধ্রুপদি লড়াইয়ের শুরুটা কেটেছে দুই দলের শক্তি প্রদর্শনে। ২১ মিনিটে ব্রাজিলের ডেডলক ভাঙেন আনহেল দি মারিয়া। কাউন্টার অ্যাটাক থেকে ঠান্ডা মাথার চিপে দলকে লিড এনে দেন পিএসজি তারকা। 

ক্ষণে ক্ষণে সেলেসাও শিবিরে ভয় বাড়িয়েছিলো আলবিসেলেস্তে। তবে দি মারিয়া-মেসিদের আর সফল হতে দেয়নি স্বাগতিক রক্ষণ। সমতায় ফিরতে খোলস ছেড়ে বের হয় ব্রাজিল। একাধিক আক্রমন করেও বিরতির আগে ব্যবধান কমাতে পারেনি নেইমাররা। ২৮ বছরের শিরোপা খরা কাটলো আর্জেন্টিনার। সঙ্গে জাতীয় দলের জার্সিতে প্রথম ট্রফি জয় লিওনেল মেসির।

বিস্তারিত আসছে…