30.2 C
Chittagong
Tuesday, 15 July 2025
বাড়িTop News২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতের 

২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতের 

 

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

- Advertisement -nagad

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সেক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম এরই মধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন হাজিরার জন্য তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে ঘোরাঘুরি করতে হয়।’হেফাজতে ইসলামের মহাসচিব আরও বলেন, ‘২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হেফাজতের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আগামী ২৯ ডিসেম্বরের আগে মাওলানা মামুনুল হকসহ বাকি কারাবন্দি আলেমদের মুক্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে।’

- Advertisment -

সর্বশেষ

Translate »