উপহার হিসেবে বাংলাদেশকে আরও ১০ লাখ ভ্যাকসিন দিচ্ছে চীন। আর এ মাসেই কোভ্যাক্সের আওতায় ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। মঙ্গলবার (১৩ জুলাই) নিজ বাসায় সাংবাদিকদের এসব জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যোগাযোগ বাড়ানো বিষয়ে আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল চারদিনের সফরে উজবেকিস্তানের রাজধানী তাশখান্দে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই তাকে ১০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে তুলে দেবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনের সাইড লাইনে রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আব্দুল মোমেন। সেখানে ভ্যাকসিন ও রোহিঙ্গা সংকট ইস্যুতে আলোচনার কথা রয়েছে।