বোয়ালখালীতে সম্পত্তির বিরোধে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন
বোয়ালখালীতে সম্পত্তির বিরোধে ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই মোশারফ হোসেন (২০)। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে হত্যাকারীসহ অন্যান্যরা লাশটি আরাকান সড়কের আফেল আহমদের টেকে ফেলে যায়।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তাৎক্ষণিক অভিযানে পুলিশ হত্যাকারী মামাতো ভাই মো. জমির উদ্দিন (২০) কে আটক করেছে এবং সহযোগী অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত মোশারফ হোসেন চকরিয়ার বশির আলমের পুত্র। সে বোয়ালখালী উপজেলা সদরে কার্পেন্টারের কাজ করত। অপরদিকে হত্যাকারী মো. জমির উদ্দিন নিহতের সাথে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, নিহত যুবক আর হত্যাকারী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। মায়ের সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। একারণে গত ১৬ জুলাই পরিকল্পিতভাবে মোশারফ হোসেনকে হত্যা করা হয়। হত্যার পর লাশটি বিভিন্নভাবে গায়েব করতে চেয়েও ব্যর্থ হন মো. জমির উদ্দিন ও তার সহযোগীরা। শেষে লাশটি আফেল আহমদের টেকে ফেলে যায়। আজ শনিবার লাশটি উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে মূল হত্যাকারীসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে