‘অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার’

    0
    8

    গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এমন হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী সোমবার (৮ নভেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে এমন হুঁশিয়ারি দেন।

    তিনি বলেন, এ ব্যাপারে প্রতিশ্রুতি ভাঙলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

    সেতুমন্ত্রী বলেন, গ্যাস অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না।

    ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

    এদিকে তিন দিন ভোগান্তির পর প্রত্যাহার হয়েছে পরিবহন ধর্মঘট। সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়তি ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

    সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে।

    আর বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে।