অনশনের ১০০ ঘণ্টা, শাবিতে বিক্ষোভ

    0
    7

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে। শত ঘণ্টা পার হওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

    রোববার সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থল থেকে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

    মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলেন আশপাশের পরিবেশ।

    উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনের ১০০ ঘণ্টা পার হয়েছে। ইতোমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীদের অনশনস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর আগে গণঅনশনের ঘোষণা দেওয়ার পর অনশনে যুক্ত হয়েছেন মোট ৫ জন শিক্ষার্থী।

    এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন অনশনরত দুই শিক্ষার্থীসহ আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল। এ সময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আশ্বাস দিলেও উপাচার্যের পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

    এ সময় শিক্ষার্থীরা আবারো আলোচনায় বসতে রাজি বলে জানালেও চলমান এই অনশন থেকে সরে আসবেন না বলে জানান।