আজ রাতে আসছে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা

0
8

চীন থেকে কেনা সিনোফার্মের দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকার মধ্যে অরো ২০ লাখ ডোজ আসছে আজ শনিবার রাতে। 

শুক্রবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো.শামসুল হক বলেন, ‘আরও ২০ লাখ ডোজ টিকা শনিবার আসার কথা রয়েছে। রাতের ফ্লাইটে এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে।’

গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।

টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

সে সময় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ওই ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশের ‘কেনা টিকারই অংশ’। দাম না বলে চীনা টিকার মূল্যছাড়ের খবর দিয়েছিলেন অর্থমন্ত্রী।  
আগে চুক্তি হয়েছিল ১৫ মিলিয়নের। এর মধ্যে ২ মিলিয়ন যেগুলো দিয়েছে সেগুলো উপহার হিসাবে দিয়েছে। এখন যেহেতু দুই মিলিয়ন উপহার দিয়েছে, তাই আরও দুই মিলিয়ন যোগ করে আবার ১৫ মিলিয়ন দিচ্ছে। সেটা হবে আগের মূল্যের চেয়ে হ্রাসকৃত মূল্য