আমলাতন্ত্রের বাড়াবাড়িতে উত্তপ্ত সংসদ

    0
    70

    আমলাতন্ত্র আর রাজনীতিবিদদের অবস্থান নিয়ে আবারো সরগরম জাতীয় সংসদ। ২০২১ – ২২ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় সংসদের সিনিয়র সদস্যরা সরব হয়ে উঠেন আমলাতন্ত্রের বাড়াবাড়িতে।

    সোমবার (২৮ জুন) একাদশ জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের কয়েকটি বিল উত্থাপনের পর।

    এসময় আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিবদের কাজের সমালোচনা করেন। তবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি।

    তিনি বলেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে এমপিরা সচিবদের উপরে। বিষয়টি খেয়াল রাখতে হবে। সবিচদের দায়িত্ব দেয়ায় রাজনীতিবিদের কর্তৃত্ব ম্লান হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    তার সাথে সুর মিলিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিকরা এখন পেছনের সারির মানুষ হয়ে গেছেন।

    নির্ধারিত এ আলোচনায় কোন কোন সংসদ সদস্য গণমাধ্যমের সমালোচনাও করেন।