ইউপি নির্বাচনে হতাহতের ঘটনায় কমিশন নয়, প্রার্থী দায়ী: সিইসি

    0
    15

    ভোট জুড়ে ব্যাপক সংহিংসতার পরও দায় নিতে নারাজ নির্বাচন কমিশন। কমিশন জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হতাহতের ঘটনায় নিবার্চন কমিশন দায়ী নয়, প্রার্থীরা এর জন্য দায়ী।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীতে আবারও এ কথা বললেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দাবি করেন, সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে প্রশাসন।

    এদিকে বুধবার (৫ জানুয়ারি) সংঘাত-সংঘর্ষের পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেড়ে নিয়েছে নারীসহ অন্তত নয়টি প্রাণ। যার মধ্যে বগুড়ায় এক ওয়ার্ডে নিহত হয়েছেন ৪।

    সহিংসতা হলেও সার্বিকভাবে ভোট সফল বলছে ইসি। দায় নিতে নারাজ হতাহতের ঘটনার। ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকার বলেন, ৯ জন মারা গিয়েছে তারা ভোট দিয়ে যাওয়ার পরে এই কয়টি কেন্দ্র ব্যতীত সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।

    ভোট দিতে গিয়ে প্রাণহানির ঘটনায় দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গতকাল ইসি সচিব বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান ইসি সচিব।