ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে

    0
    21

    দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে। মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজননের জন্য ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

    আশ্বিনের অমাবস্যা ও পূর্ণিমা মাঝে রেখে এ নির্দেশ দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে জরিমানা গুনতে হবে। পাশাপাশি কারাভোগও করতে হতে পারে।

    মৎস্য অধিদপ্তর বলছে, ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা ২০ কেজি করে চাল পাবেন। বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠির প্রায় ৩ লাখ ৭ হাজার ১২৪ জেলে এ সহায়তা পাবেন ।

    গবেষকেরা বলছেন, সাধারণত সারাবছর ডিম দেয় ইলিশ। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে চার অমাবস্যা-পূর্ণিমায় বেশি ডিম পাড়ে। তাই প্রতিবছর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। যাতে সেগুলো নষ্ট না হয়।

    মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের হিসাবে, বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ আহরিত হয় বাংলাদেশে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয়।তাই এ ব্যাপারে অধিক সচেতন সরকার।