ঈদের ছুটিতে ৪৮ ঘণ্টায় সড়কে ঝরল ২৬ প্রাণ 

    0
    29

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাক চালক খায়রুল কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের। পরে অবস্থার অবনতি হলে খায়রুলকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। তবে পথেই মৃত্যু হয় তার।

    ঘটনা ধামরাইয়ের দক্ষিণ বাথুলিয়ার। সকাল ৯টার কিছু পর সেলফি পরিবহনের সঙ্গে তরমুজবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সেসময় গুরুতর অবস্থায় বাস ও ট্রাক চালককে দরজা কেটে বের করে আনা হয়।

    শুধু ধামরাইয়ের এ দুর্ঘটনা নয়, ঈদের ছুটিতে বেড়েছে সড়কে প্রাণহানি। মঙ্গলবার গাজীপুরের সফিপুরে মৃত্যু হয় ৫ জনের।

    ঈদের ছুটিতে ফাঁকা সড়কে বেড়েছে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালানোয় গত ৪৮ ঘণ্টায় ঢাকাসহ ১১ জেলায় প্রাণ গেছে ২৬ জনের।

    সড়ক দুর্ঘটনায় ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) সকাল থেকে রাত পর্যন্ত দেশের ছয় জেলায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে পাঁচজন, পঞ্চগড়ে তিনজন, কুষ্টিয়ায় দুইজন, যশোরে দুইজন ও পাবনায় একজন নিহত হয়েছেন। এছাড়া গতকাল ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে।

    ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছে, সড়ক দুর্ঘটনায় সারা দেশ থেকে আসা আহতদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে।