ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে এনআরবি সিআইপি এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

    প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন বলে রাষ্ট্রদূতের আশ্বাস

    0
    62

    ওমান (মাস্কাট) করেসপন্ডেন্ট :: ওমানে নবনিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সাথে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে বুধবার মাস্কাট বাংলাদেশ দূতাবাসে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের এইচওসি মিজ মৌসুমী রহমান, দূতাবাসের প্রথম সচিব রওশন আরা পলি, দ্বিতীয় সচিব আসাদুল হক, অ্যাসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি শাহজাহান মিয়া সিআইপি, অর্থ সম্পাদক প্রকৌশলী আশরাফুর রহমান সিআইপি, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য শামসুল আলম আনসার সিআইপি, বেলাল উদ্দিন সিআইপি, বাদশা মিয়া সিআইপি, কবির আহমেদ সিআইপি, পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী বাবলু সিআইপি, নুরুল আমিন সিআইপি।উপস্থিত নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে অভিহিত করেন।

    উল্লেখ্য, বাংলাদেশে রেমিটেন্স ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে এসোসিয়েশনের অবদান, গ্লোবাল বিজনেস সামিট নিয়ে আলোচনা, বন্ড ইসু নিয়ে আলোচনা, অ্যাসোসিয়েশনের সম্পূর্ণ অর্থায়নে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অসহায় প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে প্রেরণ, সম্প্রতি সিলেটে বন্যা দুর্গত এলাকায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ, চট্টগ্রাম সীতাকুণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার ব্রিগেডের পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান, সারাবিশ্বে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে রীতিমত যোগাযোগ করে সমস্যা সমাধানসহ ওমান প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। মান্যবর রাষ্ট্রদূত অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দূতাবাস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।