কথা বলার অধিকার চাই : জাফরুল্লাহ চৌধুরী

    0
    16

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের জ্ঞানের চোখ বন্ধ হয়ে গেছে; আমরা সত্য জানছি না। অনেক দেশ আমাদের শাসন করেছে। আমরা গাড়ি ভাঙচুর চাই না, উন্মাদনা চাই না, কথা বলার ও আমার বক্তব্য তুলে ধরার অধিকার চাই।’

    মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে নৈতিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ‘নৈতিক সমাজ’ নামের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি জুমের মাধ্যমে যুক্ত ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

    সরকারের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এভাবে তো একটা দেশ চলতে পারে না। আপনাদেরও (ক্ষমতাসীন) বিচার হবে। সেদিন খুব বেশি দূরে নয়।’

    তিনি বলেন, ‘আমরা পৃথিবীর এক নম্বর রাষ্ট্র হতে চাই না; আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই। সমাজের প্রতিটা মানুষ যেন সুফল পায়।’

    ড. বিজন কুমার শীল প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘আমাদের বিজ্ঞানী ড. বিজন দেশে আসতে চান। কিন্তু ভিসা জটিলতায় আটকে আছেন। আমাদের উন্নত রাষ্ট্র হয়ে লাভ কী, তার সুফল যদি সাধারণ মানুষ না পায়।’

    তিনি বলেন, ‘হতাশা বাদ দিয়ে আমাদের জেগে উঠতে হবে; এর মধ্যেই আমাদের মুক্তি।’

    ড. কামাল হোসেন বলেন, ‘সাধারণ মানুষ সৎ ও সত্যের পক্ষে। এ জিনিসটা আমাদের ধরে রাখতে হবে। এ জন্য তরুণ সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তাদের সমর্থনই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে।’

    অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসত্য, অনৈতিক, অসৎ মানুষদের সাধারণ জনগণ মেনে নেয় না, তাদের ঘৃণা করে। এ জন্য এসব থেকে সবাইকে মুক্ত করতে হবে।’