করোনায় কিস্তির টাকা দিতে না পারায় পিটিয়ে হত্যা

    0
    159

    কক্সবাজারের কুতুবদিয়ায় ‘ধার বাবদ সুদের টাকা আদায়ের’ জেরে আপন চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (০৪ মে) বেলা ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের ঘাটকূল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস।নিহত বজল করিম (৪৫) কুতুবদিয়ার আলী আকবরডেইল ইউনিয়নের ঘাটকূল পাড়ার মৃত ছাবের আহমদের ছেলে। তবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

    ঘটনায় গ্রেফতাররা হলেন- নিহতের চাচাতো ভাই একই এলাকার শাহাব উদ্দিন, আলাউদ্দিন, পুতিনা বেগম, মোহান্মদ ফয়েজ ও হাদিসা বেগম।নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি দিদারুল জানান, আলী আকবরডেইল ইউনিয়নের ঘাটকূল পাড়ার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে শাহাব উদ্দিন কাছ থেকে স্থানীয় বজল করিম গত ২ মাস আগে প্রতিমাসে ৫০০ টাকা সুদের ভিত্তিতে ৫ হাজার টাকা ধার নেয়। এরপর বজল গত মাসের সুদের ৫০০ টাকা পরিশোধ করে। কিন্তু করোনা পরিস্থিতিতে মন্দার কারণে চলতি মাসের সুদের টাকা যথা সময়ে শাহাব উদ্দিনকে আদায় করতে পারেনি। এ নিয়ে গতকাল সোমবার সকালে ২ জনের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয়ের বেশ কয়েকজন স্বজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাঠির আঘাতে বজল করিমসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। 
    পরে সংঘর্ষ থামার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বজল করিমকে মৃত ঘোষণা করেন।ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।