করোনার টিকা নিবন্ধনকারীর সংখ্যা কোটি ছাড়াল

0
16

দেশে করোনাভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধনকারী দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৫২ হাজার ১৬৫জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত তথ্যসূত্রে বিষয়টি জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার (১৫ জুলাই) কোভিশিল্ড দ্বিতীয় ডোজের টাকা নিয়েছেন ৬৬৫ জন। আর ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। এনিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৮১ জন।

এছাড়া মর্ডানার টিকা নিয়েছেন ৪৬ হাজার ১৬৬ জন। এ পর্যন্ত টিকাগ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৫৭১ জন।

একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩১৯ জন। এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ছয় লাখ ৫২ হাজার ৫৪৯ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই হাজার ২৫৯ জন।