কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে প্রদানের সময়সীমা বৃদ্ধির দাবী কর আইনজীবী সমিতির। –প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    0
    14

    বিশেষ প্রতিনিধি সিএনএন বাংলাদেশ ঃ- চলমান মহামারী পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে কারনে করদাতাগন তাদের কর যথাযথ সময়ের প্রদান করতে পাচ্ছে না।
    এখনো ৩০- ৪০ভাগ কর দাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন নি।
    এই পরিস্থিতিতে কর প্রদানের সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন,
    না হয় সরকারের কর আদায়ের লক্ষ্য মাত্রা অর্জনে ব্যাহত হবে।
    গতকাল চট্টগ্রাম কর আইনজীবী সমিতি আয়োজিত সাংবাদিক সন্মেলন এই দাবী তুলেন সমিতির সভাপতি মোঃ এনায়েত উল্লা, তিনি আরো বলেন লকডাউনের কারণে সরকারি বেসরকারি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় করদাতাগন স্বাভাবিক কাযকর্ম করতে পারছেন না। এই অবস্থায় বিপুল সংখ্যক করদাতা নিদিষ্ট সময়ে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন নি। মহামারী পরিস্থিতি কর অফিসের লোকজন ঠিকভাবে অফিস করতে পারছে না, এই কারণে কর প্রদানের সময়সীমা বৃদ্ধি করে আগামী ৩০ সেপ্টেম্বর করার দাবী করা হয়।
    লিখিত বক্তব্য পাঠ করার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান, মাহফুজুল হক (মনি),মোস্তফা কামাল মনসুর, ওমর ফারুক, প্রাক্তন সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী শাহীন মোঃ আনিসুর রহমান।