কাতারে করোনা নেমে এসেছে শূন্যের কোটায়

    0
    29

    করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে ভিন্ন চিত্র কাতারে। কোনো রকম লকডাউন ছাড়াই দিন দিন উন্নতির পথে দেশটির করোনা পরিস্থিতি। এরইমধ্যে দেশটির দুইটি হাসপাতালে করোনা রোগীর সংখ্যা শূন্যে নেমে এসেছে।করোনা পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিধিনিষেধ, কারফিউ, লকডাউন দিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তবে কোনরকম লকডাউন ছাড়া প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে এহতেরাজ অ্যাপের মাধ্যমে অনেকটা করোনা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে কাতার।বাধ্যতামূলক মাস্কের ব্যবহার এবং দেশটিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগে অনেকটা নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ।দেশটিতে লকডাউন জারি না হলেও কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের কঠোর শাস্তি ও জেল জরিমানার কারণে কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শুক্রবার (২৮ মে) থেকে প্রথম ধাপে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। দেশটির টিকাদান কর্মসূচিও অব্যাহত রয়েছে।