কালুরঘাট সেতু

    0
    207

    লেখক – আবু হানিফা সিদ্দিকী
    ইংরেজি প্রভাষক
    কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা

    চাটগা শহর আরাকান সড়ক
    মধ্যখানে কর্নফুলী নদী ,
    সাগর পানে ধেয়ে চলে
    বহে নিরবধি ।
    যোগাযোগের কল্যাণে, ব্রিটিশের অবদানে
    কালুর ঘাট সেতু ।
    সকাল সন্ধ্যা আসা যাওয়া
    বার মাসে ছয় ঋতু ।

    রেল চলে, গাড়ী চলে
    সেতুর উপর দিয়ে ।
    শত বোঝা সহ্য করে
    লাল মেকাপ নিয়ে ।
    একদিকে বন্ধ রেখে
    আরেক দিকে ছাড়ে ।
    লাইনের আশায় বসে থাকি
    কখন হুইশেল মারে ।

    শতবর্ষী এই সেতু
    দূর্বল আজ রোগে শোকে।
    কর্ম ঘন্টার অপচয়
    দেখুন হৃদয় চোখে।

    লাইনের আশায় বুক ভাসাই
    নয়নের জলে ।
    গাড়ীর রোগী মারা যায়
    লাইনের যাতাকলে।

    কত জীবন বলি দান
    ট্রেনে কাঁটা পড়ে ।
    ছিন্ন দেহ ছিটিয়ে পড়ে
    পুরো সেতু জুড়ে।

    বাদল গেল, বদল এল
    সুখবর তো পেলাম না।
    নতুন সেতু কবে পাব
    মনের কোণে যন্ত্রণা ।
    হায়রে হায়- নাইরে নাই
    দুঃখে মোদের জীবন যায়,
    আশায় তবু বুক যে বাঁধি
    নতুন সেতুর আশায়।