কুড়িগ্রামে শীতের প্রকোপ: ঝিরঝির করে পড়ছে কুয়াশার ফোঁটা

0
14

কুড়িগ্রামে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে চারদিক। সোমবার (৭ ডিসেম্বর) ভোরে দিকে ঝিরঝির করে পড়ছে কুয়াশার ফোঁটা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমেছে। সে সঙ্গে বইছে হিমেল হাওয়া। ক্রমান্বয়ে নিচের দিকে নামছে তাপমাত্রার হিমাংকের কাঁটা। সূর্যের মুখ মাঝে মাঝে দেখা গেলেও আলোতে কোনো উত্তাপ নেই। ফলে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এ অবস্থায় দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষরা দুর্ভোগে পড়ছেন বেশি।এদিকে কুয়াশার কারণে সকালে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হয়েছে।জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। রোববার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।তিনি আরও জানান, ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি এবং এরপর থেকে হালকা কুয়াশা পড়ছে। এ ছাড়া আকাশ মেঘে ঢেকে থাকায় সূর্যের আলো পাওয়া যাচ্ছে না। সে সঙ্গে উত্তর দিক থেকে ধেয়ে আসছে হিমেল হাওয়া। এ কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।