গণমাধ্যম দেখে দৌড় দিয়ে গাড়িতে উঠে গেলো মিয়ানমারের দূত  

    0
    11

    তুমব্রু সীমান্তে গোলাগুলি ও হতাহতের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে, কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চাওয়া হয়েছে ঘটনার ব্যাখ্যাও।

    রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে সহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের মহাপরিচালক মো. নাজমুল হুদা রাষ্ট্রদূত‌কে তলব ক‌রেন। আলোচনা শেষে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এসময় গণমাধ্যম দেখে দৌড় দিয়ে গাড়িতে উঠে যান মিয়ানমারের রাষ্ট্রদূত।

    এ নিয়ে চারবার তলব করা হলো রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে।


    বাংলাদেশ সীমান্তের ওপারে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে লড়াই চলছে মিয়ানমার সেনাদের। এ লড়াইয়ের মধ্যে মিয়ানমার সেনাদের ছোড়া বেশ কিছু মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

    সর্বশেষ গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারের গোলায় প্রাণ যায় ইকবাল নামে এক রোহিঙ্গা কিশোরের। আহত হয় পাঁচজন। ওইদিন দুপুরে তুমব্রু সীমান্তে পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অথোয়াইং তঞ্চঙ্গ্যা নামের বাংলাদেশি এক তরুণের বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়।