গুগলকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে রাশিয়া

    0
    15

    রায়িশার মস্কোর একটি আদালত অ্যালফাবেট ইনকরপোরেট গুগলকে ৩ মিলিয়ন রুবেলস বা ৪০ হাজার ৪০০ ডলার জরিমানা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৩৬ হাজার ৯৫১ টাকা।

    রাশিয়া যে কনটেন্টগুলো বাতিল করেছে তা গুগল সরিয়ে না ফেলায় এ জরিমানা করা হয়েছে। 

    চলতি বছরের অক্টোবরে গুগল এবং ইউটিউবকে বাতিল করা বিভিন্ন কনটেন্ট ডিলিট করার জন্য রাশিয়া অনুরোধ জানায়। কিন্তু তাতে কোনো সাড়া না দেওয়ায় বার্ষিক রেভিনিউর একটি অংশ কেটে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। যা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে কঠোর পদক্ষেপ।

    রাশিয়া এই বছর মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে বেশ কয়েকটি ছোট জরিমানা জারি করেছে। রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক Roskomnadzor মার্চ থেকে টুইটারের গতি কমিয়ে দিয়েছে। 

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্ত অবৈধ কনটেন্ট অপসারণ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। 

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া