চট্টগ্রামে আইনজীবীদের নির্বাচন : সভাপতি বিএনপির, সম্পাদক আ.লীগের

    0
    74

    সেলিম চৌধুরী সিএনএন বাংলাদেশ :: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট এনামুল হক সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট একেএম জিয়া উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ হুমায়ুন আকতার।

    ঘোষিত ফলাফলে, সভাপতি পদে ১ হাজার ৮৩৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমন্বয় পরিষদ মনোনীত এম এ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৪৯ ভোট।

    অপরদিকে সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৯৪৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন আওয়ামী লীগের আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত একেএম জিয়াউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের মো. তৌহিদ মুনির চৌধুরী টিপু ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মো. সিরাজুল ইসলাম চৌধুরী। তারা যথাক্রমে ৭২০ ও ৭১৮ ভোট পেয়েছেন।

    চূড়ান্ত ফলাফলে, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং সাতটি সদস্য পদসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় লাভ করেছে। অন্যদিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্য প্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদ মিলে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মোট ৫টি পদে জয় লাভ করেছে।

    এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ১ হাজার ৬৯১ ভোট পেয়ে জয় পেয়েছেন ঐক্য পরিষদের (বিএনপি) সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমন্বয় পরিষদের (আ.লীগ) আলী আশরাফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমন্বয় পরিষদের (আ.লীগ) মো. আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে ২ হাজার ১৫১ ভোট পেয়ে সমন্বয় পরিষদের (আ.লীগ) এসএম অহিদুল্লাহ জয়ী হয়েছেন।

    এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে ২ হাজার ১১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমন্বয় পরিষদের (আ.লীগ) মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৮২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমন্বয় পরিষদের (আ.লীগ) মো. মনজুরুল আজম চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ২ হাজার ২৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন আইনজীবী ঐক্য পরিষদের (বিএনপি) মাহমুদ উল আলম চৌধুরী মারুফ।

    সদস্য পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদের ফাতেমা নারগিস হেলনা, এসএম আরমান মহিউদ্দিন, আবু নাসের রায়ান, সাহেদা বেগম, কাইরুন্নেসা, জোহরা সুলতানা মুনিয়া, মমিনুর রহমান। ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, নুর কামাল ও মো. সরওয়ার হোসাইন লাভলু।

    এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতির অফিসে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।

    প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ হুমায়ুন আকতার মোস্তাক জানান, নির্বাচনে ৩ হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন ভোট দিয়েছেন।