চট্টগ্রামে করোনা রোগীর চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা

0
31

চট্টগ্রামে সংক্রমণ-মৃত্যুর রেকর্ডের পাশাপাশি নাজুক অবস্থা, স্বাস্থ্যসেবায়। ঈদের পর কয়েকদিনে অতিরিক্ত চাপে সরকারি-বেসরকারি বেশিরভাগ হাসপাতালই রোগীতে পরিপূর্ণ। দফায় দফায় বাড়ানোর পরও সাধারণ কিংবা আইসিইউ-কোন শয্যাই খালি নেই।

শনাক্ত আর মৃ্ত্যু বাড়ছে হু হু করে। তাই চট্টগ্রাম মেডিকেলের জরুরী বিভাগের সামনে ভিড়ের এমন চিত্র নিত্যদিনকার।

একই অবস্থা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কভিড ইউনিটের সামনেও। তাতে, শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তির চাপ সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের।  

আরও দেখুন: বিধি নিষেধ মানতে বলায় পুলিশকে ধাওয়া

পরিস্থিতি নাজুক হয়েছে ঈদের পর। চট্টগ্রাম মেডিকেলে করোনার জন্য ৩শ শয্যার বিপরীতে রোগীভর্তি ২শ ৯১ জন। জেনারেল হাসপাতালে ১৪০ শয্যার মধ্যে সবকটিই রোগীতে পরিপূর্ণ। আর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালেও ১৬২ শয্যার সবগুলোই পরিপূর্ণ থাকায় বাধ্য হয়ে ফেরত দিতে হচ্ছে রোগী। 

অতিরিক্তি রোগীর এমন চাপে উদ্বিগ্ন স্বাস্থ্যবিভাগও। এজন্য উপজেলা হাসপাতালগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি মেডিকেল- হাসপাতালগুলোর দিকে নজর দেয়া হচ্ছে। 

শুধু সাধারণ শয্যাই নয়, পরিপূর্ণ সবগুলো আইসিইউ। সরকারি হাসপাতালের…টি আইসিইউর কোনটিই খালি নেই। একই অবস্থা এখন বেসরকারি হাসপাতালেও। সেখানেও সাধারণ কেবিনের পাশাপাশি অনেকটাই পূর্ণ আইসিইউ।