চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাতসহ ১৭ জন আটক

    0
    27

    চট্টগ্রাম নগরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনিসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেনসহ তিনজনকে আটক করা হয়।

    এর আগে বেলা ৩টায় কাজীর দেউড়ির নুর আহম্মদ সড়ক এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

    ডা. শাহাদাতকে আটকের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

    তিনি বলেন, ‘বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তারা মিছিল নিয়ে এসে পুলিশ দেখে হঠাৎ ইট-পাটকেল, ককটেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের মারামারিতে বিএনপির ইটের আঘাতে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চার নারীসহ ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়। এরপর পাঁচলাইশ থানা এলাকা থেকে ডা. শাহাদাত হোসেনসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

    বিএনপির সাবেক দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের দিকে আসছিল। পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৫ জন আহত হন।’