চট্টগ্রাম সমিতি কানাডার অভিষেক ও পুর্ণমিলনী

    0
    47

    নিউজ ডেস্ক :: চট্টগ্রাম সমিতি কানাডার অভিষক ও পুর্ণমিলনী গত ১৯ জুন রবিবার টরেন্টোর ৯নং ডজ রাডর কানাডিয়ান লিজিওন হলে বিশিষ্ট সংগঠক, বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সাজ্জাদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলন কানাডার কনস্যুলার জেনারল লুৎফর রহমান। বিশষ অথিতি ছিলন অটারিও পার্লামেন্টের সদস্যা ডলি বগম। বক্তব্য রাখন প্রফসর ড. শাহাদাত হাসন খান, প্রফসর ড. কাজী সদরুল হক, সংগঠনর যুগ্ম আহবায়ক মাহাম্মদ হাসান, অভিষক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানর আহায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, আজিজুর রহমান প্রিন্স প্রমুখ। সভার শুরুত সম্প্রতি সীতাকুন্ড মর্মান্তিক দুর্ঘটনায় এবং দেশে বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি চট্টগ্রাম সমিতি কানাডা সমবেদনা জ্ঞাপন এবং তাদর বিদেহী আত্মার মাগফরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলন, এধরণর মিলনমলার মাধ্যম প্রবাসে সৌহার্দ্য, ভ্রাতত্ব বন্ধন দঢ় হয়। বক্তারা অনুষ্ঠানর ভূয়সী প্রশংসা করন এবং চট্টগ্রাম সমিতি কানাডার যাত্রাক স্বাগত জানান। এই সংগঠন আগামীত অত্র কমিউনিটিত একটা সফল এবং অনুকরণীয় সংগঠন হবে বলে সবাই আশা ব্যক্ত করন। বক্তারা সিলেট বন্যায় অসহায় মানুষর সাহায্যার্থে সকলক এগিয় আসার আহবান জানান। অনুষ্ঠান টরেন্টো

    ছাড়াও মিল্টন, হ্যামিলটন, ওকভিল, কিচনার, পিটারবারা, মট্রিয়ল থেকেও অনেকেই উপস্থিত ছিলন। অনুষ্ঠান বিশ্ব বাবা দিবস উপলক্ষে কমিউনিটির প্রফসর ড. শাহাদাত হোসেন খান, প্রফসর ড. কাজী সদরুল হক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ হাবীবুল্লাহ দুলাল, বীর মুক্তিযাদ্ধা ড. জয়নাল আবদীন, একাউট্যাট আবু তৈয়ব এবং বিশিষ্ট সংগঠক এমদাদ হাসন চৌধুরীকে আজীবন সম্মাননা স্মারক তুল দেন সভাপতি বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া।